বিএনপির ১০ দিনের কর্মসূচি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
- By Jamini Roy --
- 31 October, 2024
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশে টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৬ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ আংশিক ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আর পূর্ণ ফ্যাসিবাদ মুক্ত হতে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। তিনি জানান, ৭ নভেম্বরের সঠিক ইতিহাস জনগণের সামনে তুলে ধরতে দলের এই উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ গত ১৫ বছরে ইতিহাস বিকৃত হয়েছে।
৬ নভেম্বর আলোচনা সভা এবং ৭ নভেম্বর সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১০টায় জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং বিকেলে শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ৮ নভেম্বর রাজধানীতে একটি র্যালি অনুষ্ঠিত হবে, পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়ে র্যালির পরিকল্পনাও রয়েছে।
জানা গেছে, বিএনপির সিনিয়র নেতারা যৌথসভায় অংশগ্রহণ করেছেন এবং ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলের নেতারা অভিযোগ করেন, দেশের অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে এবং তারা সাংগঠনিকভাবে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি দেন।